স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া(যশোর) : বাঘারপাড়া উপজেলা শাখা তাঁতী লীগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার যশোর জেলা তাঁতী লীগের আহবায়ক গৌরাঙ্গ পাল বাবু ও সদস্য সচিব আব্দুর রহমান কাকন স্বাক্ষরিত পত্র নারিকলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সর্দারকে নব গঠিত কমিটির আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমাদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক সুলতান আহম্মদ, মাজহারুল ইসলাম তুর্কি, আক্তারুজ্জামান, দবির হোসেন, সদস্য সচিব আকরাম হোসেন রাজা, সদস্য ইনামুল কবীর, ডা: শরিফুল ইসলাম, আনিচুর রহমান, আনিচুর রহমান (আনিচ), ফুলমিয়া, আবু মুরাদ, রাজু আহম্মদ, আবুল কালাম, বদর উদ্দীন, উজ্জল মিয়া, কৃষ্ণপদ, শিবুপদ বিশ্বাস, কোহিনুর রহমান, ছদর উদ্দীন, আনোয়ার, মেম্বার আব্দুল জলিল, বিল্লাল, বিল্লাল হোসেন, নেকবর হোসেন, সুমন মিয়া, মাসুদ মিয়া, কাছেদ আলী, লিটন মিয়া, বিল্লাল, রিপন মিয়া।