স্টাফ রিপোর্টার : যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় এই তফশীল ঘোষনা করা হয়। ঘোষিত তফশীল অনুযায়ী আজ ৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি ও তাহা নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। ৮ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। ১১ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। ১৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১৫ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
জেইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুকুনউদ্দৌলাহ স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।