যশোর ডেস্ক : বৃটেনের রাণী মঙ্গলবার রাতে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনকে সম্ভাষণ জানান। কোভিড-১৯ মহামারীতে আক্রান্তদের সেবা প্রদানে জড়িত সামনের সারির যোদ্ধা চিকিৎসাকর্মী, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যম কর্মীদের দেখা ও উৎসাহ প্রদানের জন্য সারা দেশ ঘুরে তাঁরা রাজ পরিবারে ফিরেছেন। ৯৪ বছর বয়সী রাণীর সাথে স্বামী এডওয়ার্ড, প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা, সোফি এবং প্রিন্সেস অ্যান এসময় উপস্থিত ছিলেন। গত মার্চ মাসের পর এই প্রথম তারা প্রকাশ্যে একসাথে মিলিত হলেন।
উইন্ডসর ক্যাসলে এসময় রানীকে বেশ হাস্যজ্জল দেখা গেছে। ৯৪ বছর বয়সী রাণী একটি লাল রঙের পোশাক পরেছিলেন। টুপি এবং কালো গ্লাভসের সাথে মিল রেখে তার ট্রেডমার্ক লুনার হ্যান্ডব্যাগ বহন করছিলেন তিনি। লকডাউন হওয়ার পরে এই প্রথম রয়্যালস একসাথে কোনো অফিসিয়াল ইভেন্টে জড়ো হয়েছেন। করোনাকালে কেট এবং উইলিয়ামের প্রশংসনীয় ভূমিকায় রাণী তাদের স্বাগত জানান।
বিশেষ রাজকীয় জমায়েতের জন্য রানী দুর্গের ইক্যুরির প্রবেশ পথের সিড়িতে দাঁড়িয়ে চতুর্দিক প্রত্যক্ষ করেন।