স্টাফ রিপোর্টার : আদালতের এজলাসে অসদাচরণ করায় মুকলেচা দিয়ে রক্ষা পেয়েছেন মোছা. সুমাইয়া খাতুন নামে এক যুবতী। তিনি সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার মো. আব্বাস আলীর মেয়ে। তার দায়ের করা যৌতুক মামলায় স্বামী তানভীর হাসানকে আদালত জামিন দেওয়ায় তিনি এসময় উচ্চবাচ্য শুরু করে।
উল্লেখ্য,গত ২৫ অক্টোবর তানভীর হাসানের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন সুমাইয়া। তানভীর হাসান তফসীডাঙ্গা গ্রামের জাহিদ হোসেন টিটোর ছেলে। রোববার ধার্য্যদিনে বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানভীর হাসান। শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জামিন মঞ্জুর করেন। তবে এ সময় আদালত কক্ষে উপস্থিত বাদী মোছা. সুমাইয়া খাতুন স্বামীকে জামিন দেওয়ায় অসদারচণ করলে বিষয়টি বিচরকের নজরে আসে। তিনি তাকে আদালতে অপেক্ষা করতে বলেন। বিকেল ৫টার দিকে মোছা. সুমাইয়া খাতুন তার আইনজীবী আ. স. ম. ইনামুজ্জামানের মাধ্যমে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বাড়ি ফিরে যান।