যশোর ডেস্ক : করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে খাবি খেতে থাকা ভারত মহামারী শুরু হওয়ার পর থেকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫২৯ জনের মৃত্যু হয়েছে।
শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি এর আগে কোভিড-১৯ এ একদিনে এত মৃত্যু দেখেনি।
একদিন আগে দেশটিতে ৪৩২৯ জনের মৃত্যু হয়েছিল। তখন সেটিই ছিল মহামারীতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে চলতি মাসের ১২ মে দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছিল, দুই দিন আগ পর্যন্ত সেটিই ছিল দেশটিতে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে।
এদিন নতুন রোগীর সংখ্যাও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে, শনাক্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। আগের দিন মঙ্গলবার দুই লাখ ৬৩ হাজারের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছিল।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনে।
মঙ্গলবার দেশটির সরকার জানিয়েছে, এ পর্যন্ত দেশটির জনসংখ্যার মাত্র এক দশমিক আট শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভারতের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা অনেক বেশি হলেও আমরা সংক্রমণের বিস্তার জনসংখ্যার দুই শতাংশের নিচে ধরে রাথতে পেরেছি।”
দেশটির অনেক রাজ্য পর্যাপ্ত ডোজের অভাবে টিকা কর্মসূচীতে গতি আনতে ব্যর্থ হচ্ছে। কিন্তু রাজ্যগুলোর হাতে দেওয়ার মতো এখনও এক কোটি ৯৪ লাখ ডোজ টিকা রযে গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার, খবর ভারতীয় গণমাধ্যমের।
এপ্রিলের প্রথম সপ্তাহে মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতে ২৭০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।