ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়া থানার পুলিশ অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই)ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার জিলেরডাঙ্গা নামক একটি মৎস্য ঘের সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ওবাইদুর রহমান জানাই, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ডুমুরিয়া থানাধীন জিলেরডাঙ্গা গ্রামস্থ জনৈক সঞ্জয় মন্ডল এর মৎস্য সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উত্তর পাশে জোড়া বৈদ্যুতিক খুঁটির কাছে একজন অজ্ঞাতনামা মহিলা এর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী । এসময় এলাকাবাসী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় খুঁজে পাওয়া যায়নি এবং লাশ থানাতে রাখা ছিল।
গাজী আব্দুল কুদ্দুস