মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ রনাঙ্গনের সৈনিক ও ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গতকাল রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮১) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। এদিকে একই সময় মহেশপুর পৌর জাতীয় পাটির সভাপতি খদ্দকার আব্দুল কাদের আলম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে যশোরে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। রোববার রাত ৯টায় কাজিপাড়া-মোল্লাপাড়া ঈদগা ময়দানে খদ্দকার আব্দুল কাদের আলমের যানাজা শেষে মহেশপুর গোরস্থানে দাফন করা হয়। অপর দিকে রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্যারকে আজ সোমবার সকাল ৮টায় গার্ডঅব অনার ও যানাজা শেষে দাফন করা হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও পৌর জাতীয় পাটির সভাপতি খদ্দকার আব্দুল কাদের আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক গাজি,যুদ্ধো কালিন কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী,সাংবাদিক আবুল হোসেন লিটন,অসীম মোদক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতাসুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খান,প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু,শ্যাপাপদ হালদার, পৌর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার,ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,জেলা পরিষদের সদস্য শেখ হাসেম আলী,এম এ আসাদ,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবু হানিফ সরকার,আশাবুল আরাফ শিমুল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর কবির,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান,সাংবাদিক শামীম খান,আশরাফুল আলম,আব্দুর রহিম,আব্দুস সেলিম,মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি ফশিয়ার রহমান,সাধারণ সম্পাদক আফাজউদ্দীন পরাগ,সহ সভাপতি জাহাঙ্গীর আলম,ডাঃ আজাদ রহমান প্রমুখ।