রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রূপদিয়া বাজারের তরকারি (কাঁচামাল) বিক্রেতাদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এনিয়ে সোমবার সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে প্রায় দুই ঘন্টা ধরে সকল প্রকার কাঁচামাল ক্রয়বিক্রয় বন্ধ করে রাখেন বাজারটির সাধারণ ব্যবসায়ীরা। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন সপ্তাহের হাটের দিন বাজার করতে আসা বহু মানুষ। বিষয়টি জানার পর তাৎনিক রূপদিয়ার হাট মালিক (ইজারাদার) রাজু আহম্মেদের হস্তেেপ বিক্রেতারা ফের বেঁচাকেনা শুরু করেন। এরমধ্য অবশ্য অনেক আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সরেজমিনে গেলে রূপদিয়া বাজারের তরিতরকারি ও মাছ বিক্রেতারা বলেন- বহু যুগ ধরে রূপদিয়ার এই বাজার’টি চলে আসছে। সেই থেকে সপ্তাহের শুক্র ও শনিবার এই দুই দিন সাপ্তাহিক হাট জমে। সম্প্রতি করোনা মহামারি সংক্রমণ বৃদ্ধি ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করনে বাজার সংলগ্ন রূপদিয়া হাই স্কুলমাঠে অস্থায়ী ভাবে কাঁচামাল ও মাছ বাজার হস্তান্তর করেন। কিন্তু সেখানে উপকারের চেয়ে অপকারটাই বেশী হচ্ছে। সেখানে একটি মাত্র প্রবেশদ্বার যাওয়া-আসা এক রাস্তাতেই প্রচন্ড ভীড় লেগে যায়। অথচ বাজারের মধ্য যাতায়াতের ৪টি রাস্তা রয়েছে এবং মাছ, মাংস ও কাঁচাবাজার ভিন্নভিন্ন সাইডে তাই স্কুল মাঠের চেয়ে বাজারের হাটচান্নি আরো বেশী নিরাপদ। অন্যদিকে শুধু কাঁচামাল ব্যবসায়ীর সংখ্যা ৪’শতাধিক যা স্কুলমাঠে ধরেনা। তা ছাড়া এই বর্ষার মৌসুমে পানি-কাঁদায় ভর্তি পুরো মাঠজুড়া। ক্রেতারা সবখানে যেতে পারেনা। এর ফলে অনেকের ব্যবসায় লোকসান হচ্ছে। কাঁচামাল বিক্রেতা মহাসিন বলেন এখান থেকে ১৮-২০ রকমের তরিতরকারি সেই স্কুলমাঠে নিয়ে যাওয়াও বেশ কষ্টকর আর বেলা ১২ হলেই বেঁচাবিক্রি বন্ধ করে দেওয়া লাগে। স্থায়ী দোকান থেকে মালসামানা নিয়ে যেতে ১০ টা সাড়ে ১০ টা বেজে যায় এর পর বসতে বসতে নির্ধারিত সময় শেষ তারপর আবার চান্নিতে নিয়ে আসতে হয় এতে যতটা বেগ পোহাতে হয় তারচেয়ে বেশী তিগ্রস্ত হতে হয়। তাই সকল ব্যবসায়ীদের দাবী সরকার নির্দেশিত সময় মেনে হাটচান্নিতে বসে কেনাবেচার ব্যাবস্থা করে হোক।
ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর নতুন সড়কের শুভ উদ্বোধন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর ডাঙ্গী-বাগ-উলাশী পর্যন্ত আড়াই কিলোমিটার নতুন সড়কের কাজের শুভ উদ্বোধন করেছেন ৮৬ যশোর-২ আসনের...
সুন্দরবনের শরবতখালী টহল ফাঁড়িতে দুই বাঘের গর্জন আতঙ্কে বনরক্ষীরা
কয়রা (খুলনা) প্রতিনিধি, সুন্দরবন খুলনা রেঞ্জের
শরবতখালী বনটহল ফাঁড়ি এলাকায় গত রবিবার রাতে দুটি বাঘের
গর্জনে আতঙ্কিত হয়ে পড়ে বনরক্ষীরা। একই স্থানে...
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভেজাল মধু জব্দ আটক ৩
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : তারা পাহাড়ী জনপদের অধিবাসি। চেহার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ী মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ...
রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় বেলায় গাড়িতে করে নিজ নিজ বাড়িতে...
আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহমান ও সহকারী শিক্ষক লুৎফর রহমান এর চাকুরী হতে...
যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি চৌধুরী আব্দ্ল্লুাহ আল মামুন মাদক, দুর্নীতি,...
জি এম অভি : যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার...