মিশন আলী,স্টাফ রিপোটার কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বর্ণ কারিগরদের মাঝে করোনা কালিন সময়ে হতাসার ছাঁয়া নেমে এসেছে। কঠোর এই লকডাউনের কারণে স্বর্ণ কারিগরদের কোনো কাজ না থাকার কারনে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে অনাহারে অর্ধাহারে কোনো করম বেঁচে আছেন তারা। লকডাউনের কারনে ঈদে ছেলে মেয়েদের জন্য নতুন পোশাক কেনাতো দুরের কথা সেমাই-চিনি কিনতে তারা হিমসিম খেয়েছেন। সেই করোনা ভাইরাসের প্রথম থেকেই পরিবার পরিজন নিয়ে তারা খুবই কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন। স্বর্ণ কারিগরদের দীর্ঘদিন ধরে কোনো কাজ কর্ম না থাকার কারনে পরিবার নিয়ে পড়তে হয়েছে মহা বিপদে। তাদের কপালে জোটেনি কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা। তিলতিল করে জমানো টাকা দিয়ে এতো দিন কোনো মতে চললেও এখন আর বাঁচার কোনো উপাই নেই বলে জানান অনেকেই। কালীগঞ্জ উপজেলাতে হাজারের ও বেশি স্বর্ণ কারিগররা আছেন। কিন্তু কেউ ফিরে তাকাচ্ছেন না তাদের দিকে। একাধিক স্বর্ণ কারিগররা জানালেন তাদের দুঃখের কথা। করোনা নামক অতিমারির গ্রাসে সমস্ত জনজীবন আজ বিপন্ন। সখের বসে এখন আর কেউ আসছেনা গহনা বানাতে। কর্ম হারিয়েছেন এ উপজেলার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কর্ম রত হাজারও স্বর্ণ শ্রমিক। স্বর্ণ কারিগর কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের সজিব বিশ^াস জানান, এখন আর আমাদের কোন অর্ডার-পাতি নেই তাই কাজও নেই। পরিবার এর খরচ চালানোর তাগিদে মাঝে মাঝে বাড়ী রং করা হেলপার হিসাবে কাজ করছি। তাও প্রতিদিন কাজ নেই, মাঝে মাঝে যতটুকু করতে পারছি তাই দিয়ে কোন মতে দিন পার করছি। কালীগঞ্জ উপজেলা জুয়েলারী মালিক সমিতির (বাজুস) সভাপতির ওসমান আলী জানান, করোনা কালিন সময়ে যার যার ঘরের কারিগর সেই সেই দেখা শুনা করছেন। আমরা সমিতির পক্ষ থেকে কারিগরদের জন্য কোনো সহযোগিতা করিনি বা সহযোগিতা করারও কোনো চিন্তা ভাবনা আমাদের নেই । এই বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানন, আমি নতুন যোগদান করেছি তবে কর্মহীন সকল শ্রমিককে সহযোগিতা করা হবে। আমি স্বর্ণ কারিগরদের জন্য সরকারি সহযোগিতার ব্যবস্থা করবো।
কালিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত!
মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে চালক রমজান মোল্যা (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩...
বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক নেতা মনোয়ার হোসেনের জানাজা শেষে দাফন সম্পন্ন।
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মনোয়ার টেইলার্স এর মালিক মনোয়ার হোসেন দিপু গত রাত ৩ টার সময় তার নিজ বাস...
সতীঘাটা কামালপুর গ্রামের পল্লী চিকিৎসক শিশিরের মাতা পরলোকগমন
নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধ : যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামের সতীঘাটা বাজারে পল্লী চিকিৎসক...
তুলারামপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : বারি সরিষা ১৮ জাতের উৎপাদনশীল ও উৎপাদন উপলক্ষে এক মাঠ দিবস যশোর আঞ্চলিক কৃষক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ও গাজীপুর বিএআরআই গবেষণা...
অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার...