মাসুদ পারভেজ, ভ্রাম্যমান প্রতিনিধি \ যশোরের ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারে বণিক সমিতির কমিটি না থাকায় আট ধরে পড়ে আছে অভিভাবকহীন অবস্থায়। বাজারটির ব্যবসায়ীরা জানিয়েছে ১৯৯৬ সালে ঐতিহ্যবাহী বাজারটিতে সকল শ্রেণি’র ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয় বণিক সমিতি। প্রতিষ্ঠাকাল থেকেই ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠনটি ২০১৪ সাল পর্যন্ত ঠিকঠাক ভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও এরপর থেকে মুখ থুবড়ে পড়ে। ব্যবসায়ীদের মাঝে দেখা দেয় নানা অসংগতির। নীতি নির্ধারকদের গাফিলতির কারণে ব্যবসায়ী ও কাস্টমার উভয়ের জন্য উপকারী এই সংগঠনটি বহুবছর ধরে আছে অভিভাবক শূন্য। তৎকালীন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে বণিক সমিতির নতুন করে কমিটি গঠনের মাধ্যমে বাজারের শৃংঙ্খলা ফেরানোর আবেদন জানিয়ে আসলেও কোনো উদ্যোগ না নেওয়ায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বণিক সমিতির কোনো কার্যক্রম না থাকায় ভেঙ্গে পড়েছে নিয়ম শৃংঙ্খলার। খেয়াল খুশি মতো হাট চান্নিতে গড়ে তুলছে অবৈধ পাকা স্থাপনা। বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ী হয়রানির, চুরি ছ্যাঁচড়ামিসহ নানা দুর্ভোগ। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে গ্রিল ও তালা ভেঙ্গে লুটের ঘটনা ঘটছে অহরহ। ব্যবসায়ী সমিতির কমিটির মেয়াদ শেষান্তে ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন এবং নতুন কমিটি গঠনের ব্যবস্থা করবেন। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ চেয়ারম্যানের গাফিলতির কারণে ৭ বছর ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে সংগঠনটি। নিরাপত্তাসহ নানা সমস্যার সম্মুখীনের শিকার হচ্ছে ঐতিহ্যবাহী এই বাজারটি সর্বশ্রেণীর ব্যবসায়ী মহল। বণিক সমিতির সাবেক সদস্যরা জানিয়েছে, ২০১৫ সালের দিকে ততকালীন চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস একবার বণিক সমিতির নির্বাচনের তফশীল ঘোষণা করে স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর চেয়ারম্যান পরিবর্তনের সাথেসাথে সেখানেই সব কার্যক্রম স্থগিত হয়ে যায়। এ ব্যাপারে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই ঐতিহ্যবাহী রুপদিয়া বাজার বণিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করে দেব।
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া: কুষ্টিয়ায় মোস্তাফিজুর রহমান কর্নেল নামে একজনকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা...
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা মাদকদ্রব্য ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে সাজা
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকদ্রব্যের বিস্তার ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণসহ আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘোষণা করা...
মহেশপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতার যাবজ্জীবন কারাদন্ড
মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে সাত বছর বয়সের মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও বাড়িতে বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাের থেকেই...
দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
ভ্রাম্যমান প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা...