দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙায় মৃত্যু আঃসত্তার সরদারের পুত্র আইয়ুব সরদার ও তার স্ত্রী রাবেয়া বেগম ৩১/০৭/২০২১ইং-তারিখ ০৯,২০ মিনিটে সখিপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে যাওয়ার খবর পেয়ে ০১/০৮/২০২১ইং-তারিখ সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে যাওয়া হয়।আইয়ুব আলী পুরুষ ওয়ার্ডে ০৯ নং-স্ত্রী মহিলা ওয়ার্ডে ১১নং- বেডে চিকিৎসা অবস্থায় দেখা যায়। আইয়ুব আলীর কাছে হাসপাতালে কেন জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন,আমাদের ভাই ভাইয়ের মধ্যে মিলাদ কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পযার্য়ে হাতাহাতি হয়।গত ৩১/০৭/২০২ইং-তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে। তাকে কে বা কারা মেরেছে জানতে চাওয়া হয়। তিনি বলেন,০১।মোঃইসরাইল পিতা মৃত্যু আঃছত্তার সরদার, ০২।মোঃসাইফুল ইসলাম ০৩।এলাকার মৃত্যু ইবাসতুল্লার পুত্র মোঃ আনসর আলীর ইন্ধনে উল্লেখ্য ব্যাক্তিদের মারপিটে জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আশা হয়েছে এমনই জানান সাংবাদিক কে।উল্লেখ্য ঘটনার সংবাদ স্থানীয় মেম্বার আলহাজ্ব মোঃ গোলাম ফারুক হোসেন আইয়ুব আলী বাড়িতে যায়।এসময় সাথে ছিল সামছুর ও সাংবাদিক।উপস্থিত হয়ে দেখা গিয়েছিল,আইয়ুব ও তার স্ত্রী রাবেয়া বেগম নিজের বাড়ির বারান্দায়।ভাই ভাইয়ের মধ্যে অমিল হওয়ায় মিমাংসা করে দেওয়ার দাবী করে আইয়ুব আলীর শশুর বাড়ি এলাকার এক ব্যাক্তি।সে মেম্বার বলেন,এদের মধ্যে একটু রাগরাগ রয়েছে ৪/৫ দিন দেরি করে মিমাংসা কথা বলে চলে যায়। এর কিছুক্ষন পরে স্বামী স্ত্রী দুুই জনই হাসপাতালে যায়।গতকাল মৃৃত্যুে ফজের গাজীর পুত্র সামাদুল গাজীর কাছে এলাকার নজরুলের পুত্র জানায়,গ্রাম পুলিশ মোবাইল ফোন আলাপে সংবাদ দিয়েছে পুলিশ আসবে তদন্ত করতে। হাসপাতালের বেডে চিকিৎসাধীন সাংবাদিক কে যাহা জানিয়ে ছিল এর কোন বিপরিদ হলে তাহা সব
মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র ও হয়রানি মূলক আচারন।অনেকেই জানিয়েছে ইসরাইলকে তার ভাবি পুরুষাঙ্গে চাপ দিয়েছিল।ইসরাইল সে এলাকার অনেকের জানিয়েছে বলে জানা গেছে। যেখানে মেম্বর কে বলা হলো মিমাংসা করে দিতে এরপর ও মামলার খবর এলাকায় পৌছায়েছে।যদি কোন মামলা হয়ে থাকে এটি ষড়যন্ত্র মুলক মামলা। প্রত্যাহার করতে এবং ভাই ভাইয়ের মধ্যে মিমাংসা করে দিতে প্রশাসনের কাছে সচেতন মহলের পক্ষে দাবী।