স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের ৬ বছরের শিশুকে যৌন হয়রানি করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুরটি নানা জানান, ওই শিশুটি ঝিকরগাছা উপজেলার বুড়ি নদীয়া গ্রামের প্রবাসীর কন্যা। সে ও তার মা তার বাড়িতে থাকে। বৃহস্পতিবার বিকালে শিশুটির মা ও নানীর সাথে পাশের বাড়ির রোগী দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে একই গ্রামের ইসমাইল শেখের ছেলে আব্দুর রহিম বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাঠের মধ্যে স্যালোমেশিনের ঘরে নিয়ে যৌন হয়রানি করে। এসময় রক্ত বের হয়ে পড়লে শিশুটি বাড়িতে চলে আসে এবং পরিবারের সকলকে জানায়। শুক্রবার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।