নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় ইউএনডিপির প্রভাব খাটিয়ে এক বৃদ্ধার জমি দখল করেছেন ইউএনডিপির কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম আক্তার উদ্দিন। ইউএনডিপির বাংলাদেশের ন্যাশনাথ প্রোগ্রাম এনালাইসিষ্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি। কুষ্টিয়ার শহরের আমলাপাড়া এলাকায় বাহাদুর খালী মৌজার ২৭২ নং দাগে এক বৃদ্ধার ৬.৭৪ শতক জমি রয়েছে। পাশ্ববর্তী ২৭৩ নং দাগের জমির মালিক ইউএনডিপির কর্মকর্তা আক্তার উদ্দিনের পিতা মৃত আফতাব উদ্দিনের নামে দালিলিক সম্পত্তির পরিমান ৫.৮১ শতক। আরএস খতিয়ানে ২৭৩ নং দাগে ভূলক্রমে দালিলিক সম্পত্তির অতিরিক্ত রেকর্ড হয় আফতাব উদ্দিনের নামে। আফতার উদ্দিনের নামে আরএস খতিয়ানে ৭.৫৭ শতক জমি রেকর্ড হয়েছে। এব্যাপারে ২৭২ নং দাগের জমির মালিক মোছা আদিলা খাতুনের পুত্র আবুল বাশার কুষ্টিয়ার সদর সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনের জন্য ২০১৬ সালে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮০/১৬। মামলাটি বিচারাধীন। এদিকে জমি নিয়ে মামলা চলামান থাকাবস্থায় আফতাব উদ্দিনের পুত্র ইউএনডিপিতে কর্মরত আক্তার উদ্দিন জাতি সংঘের নাম ব্যবহার করে প্রভাব খাটিয়ে আরএস খতিয়ান বলে ওই বৃদ্ধার সম্পত্তি আধা শতক দখল করে নেন। বাড়ী বানানোর সময় তিনি বৃদ্ধার জমির আধা শতক নিজের বাড়ির মধ্যে নিয়ে নেন। শুধু তাই নয় ওই বৃদ্ধা তার টিনের ঘর মেরামত শুরু করলে আক্তার উদ্দিন বিচারিক আদালতের রায়ের জন্য অপেক্ষা না করে লগডাউনের মধ্যে গত ১৯/০৭/২০২১ তারিখে বৃদ্ধার টিনের ঘর মেরামতের ওপর নিষেধাজ্ঞা জারীর জন্য আবেদন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিষেধাজ্ঞার আদেশ জারী করেন। যে জমি নিয়ে জুডিশিয়াল আদালতে মামলা চলমান সেই জমির ওপর নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী দাবী করেছেন ইউএনডিপির প্রভাব খাটিয়ে তিনি পৌরসভা, থানা সহ সংশ্লিষ্ট সব জায়গায় অভিযোগ করে বেড়াচ্ছেন। এদিকে বৃদ্ধা আদিলা খাতুন জানান, শুধু মাত্র লোভে পরে তার সম্পত্তি দখল করেছে পাশাপাশি নানা ভাবে হয়রানীর চেষ্টা করছে আক্তার উদ্দিন। তিনি ওই বৃদ্ধাকে ভয় দেখিয়েছেন তার জমি খাস জমি হিসেবে চিহিৃত করবে। পাশাপাশি গত ১৬/০৭/২১ তারিখে তিনি একটি ফৌজদারী অপরাধ দেখিয়ে জমির মালিক আদিলা খাতুন ও তার ছেলে আবুল বাশারের বিরুদ্ধে নির্বাহী আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে আক্তার উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সব কিছু শোনেন এবং বলেন তিনি মিটিংয়ে আছেন এব্যাপারে পরে কথা বলবেন।
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া: কুষ্টিয়ায় মোস্তাফিজুর রহমান কর্নেল নামে একজনকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা...
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা মাদকদ্রব্য ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে সাজা
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকদ্রব্যের বিস্তার ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণসহ আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘোষণা করা...
মহেশপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতার যাবজ্জীবন কারাদন্ড
মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে সাত বছর বয়সের মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও বাড়িতে বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাের থেকেই...
দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
ভ্রাম্যমান প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা...