নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপল্েয অসহায়,অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল পৌরসভা মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারন সম্পাদক ইসমত আরা, নড়াইল প্রেস কাবের সভাপতি এনামুল কবির টুকু নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টু,সহ সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বাঁকে বাঁকে সংগ্রামে, সংকটে নির্ভীক মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ত্যাগ- তিতিা ও অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি সেলাই মেশিন ও নগদ আর্থিক সহায়তাপ্রাপ্ত নারীদের স্বাবলম্বী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানিয়ে বলেন যে, সুশিতি ও উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে স্বাবলম্বী নারীর গুরুত্ব সর্বাধিক।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে,অসহায়,অস্বচ্ছল মহিলাদের মাঝে ২৪টি সেলাই মেশিন ও নগদ ৩০ জনকে দুই হাজার টাকা করে ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।