গাজী আব্দুল কুদ্দুস ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় শিার্থীদের শিক্ষা কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টিপনা আঙ্গারদোহা দাখিল মাদ্রাসা সুপার বাইজিদ হোসাইন শিার্থীদের নামে বরাদ্দকৃত টাকার অর্ধেক টাকা” বরাদ্দ পেতে যোগাযোগ ও অফিস খরচ” এর নামে কেটে নিয়েছে। ভুক্তভোগী অভিভাবকরা মাদ্রাসা পরিচালনা পর্ষদের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। অভিভাবকরা জানান, তাদের সন্তানদের শিা সহায়তার অংশ হিসেবে ২৯ জুলাই মোবাইলের নগদ একাউন্টে ৫ হাজার টাকা আসে। রাতে মাদ্রাসা সুপার তাদের ফোন করে ওই টাকা বরাদ্দ পেতে খরচের কথা জানিয়ে আড়াই হাজার টাকা ফেরত দিতে বলেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য আলতাফ হোসেন মোড়ল ও তাদের কে ফোন করে অর্ধেক টাকা ফেরত চান। পরে ৩২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১০জন অভিভাবক মাদ্রাসায় গিয়ে সুপারের নিকট ২৫ হাজার টাকা ফেরত দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক ােভ তৈরি হয়। খর্নিয়া ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম জানায়, মাদ্রাসা সুপার কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যারা টাকা বরাদ্দ দিয়েছেন তাদের সাথে চুক্তি হয়েছে শিক্ষার্থীরা ১০ হাজার করে টাকা পেলে ৫ হাজার টাকা তাদেরকে দিতে হবে। সে হিসেবে শিার্থীরা ৫ হাজার টাকা পাওয়ায় তাদের নিকট থেকে আড়াই হাজার করে টাকা আদায় করা হয়েছে। কিন্তু এলাকায় ােভ তৈরি হয়। শিার্থীদের কাছ থেকে নেওয়া টাকা আপাতত: সুপারের কাছে রাখতে বলা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা সুপার বাইজিদ হোসাইন এর সাথে পরিচালনা পর্যদের সদস্য আলতাফ হোসেন মোড়ল ও জড়িত রয়েছেন। এ বিষয়ে মাদ্রাসা সুপার মোঃ বাইজিদ হোসাইন বলেন, শিা মন্ত্রণালয়ের কল্যাণ তহবিলের টাকা অনলাইনে আবেদনের মাধ্যমে পাওয়া গেছে। মাদ্রাসা কমিটির সদস্য আলতাফ হোসেন মোড়ল ওদের একজনের (মন্ত্রণালয়) সাথে চুক্তি করে টাকা এনেছেন। বিষয়টি নিয়ে ঝামেলা হলেও তা মিটে গেছে। আলতাফ হোসেন মোড়ল জানাই, সুপারই আমাকে বলেছিলেন একটা মাধ্যম আছে। যার মাধ্যমে যোগাযোগ করা হলে এভাবে টাকা পাওয়া যাবে। তিনি যোগাযোগ করেছেন আমি সেই মাধ্যমে কাউকে চিনি না। আদায়কৃত সব টাকা সুপারের কাছে জমা রয়েছে। ুব্ধ এলাকাবাসী শিার্থীদের টাকা আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ বলেন, বিষয়টি আমি জানি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর নতুন সড়কের শুভ উদ্বোধন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর ডাঙ্গী-বাগ-উলাশী পর্যন্ত আড়াই কিলোমিটার নতুন সড়কের কাজের শুভ উদ্বোধন করেছেন ৮৬ যশোর-২ আসনের...
সুন্দরবনের শরবতখালী টহল ফাঁড়িতে দুই বাঘের গর্জন আতঙ্কে বনরক্ষীরা
কয়রা (খুলনা) প্রতিনিধি, সুন্দরবন খুলনা রেঞ্জের
শরবতখালী বনটহল ফাঁড়ি এলাকায় গত রবিবার রাতে দুটি বাঘের
গর্জনে আতঙ্কিত হয়ে পড়ে বনরক্ষীরা। একই স্থানে...
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভেজাল মধু জব্দ আটক ৩
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : তারা পাহাড়ী জনপদের অধিবাসি। চেহার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ী মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ...
রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় বেলায় গাড়িতে করে নিজ নিজ বাড়িতে...
আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহমান ও সহকারী শিক্ষক লুৎফর রহমান এর চাকুরী হতে...
যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি চৌধুরী আব্দ্ল্লুাহ আল মামুন মাদক, দুর্নীতি,...
জি এম অভি : যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার...