ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। আজ সন্ধ্যায় ৭টা ৫০ মিনিটে টিকার এই চালান বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী মানবজমিনকে জানান, আজ ১১ই আগস্ট কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে এসেছে। এরপর ১২ই আগস্ট একই সুবিধায় ৬১ হাজার ২০০ ডোজ চীনের সিনোফার্মের টিকা, ১৩ই আগস্ট ১০ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা উপহার হিসেবে বাংলাদেশে আসবে। এছাড়াও আগামী ১৪ই আগস্ট কেনা ১০ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে আসার কথা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সবমিলিয়ে সাড়ে ৫৪ লাখের কিছু বেশি ডোজ টিকা চীন থেকে অল্প কয়েকদিনে ব্যবধানে ঢাকায় আসছে।