রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : শিশুকালে কেউ হারিয়েছে পিতাকে। কেউ হারিয়েছে মাতা কে। আবার কেউ হারিয়েছে পিতা-মাতা দুজনকেই। তাই শিশু বেলায়-ই জীবণযুদ্ধে অসহায় হয়ে আশ্রয় নিতে হয়েছে এতিম খানায়। এতিমখানা পরিচালনা কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকলেও শিশুদের চাহিদা মাফিক আবদার পূরণ করা সম্ভব হয়ে ওঠেনা। সরকারি সামান্য সহযোগিতা আর বেসরকারি ও ব্যাক্তি বিশেষদের সহযোগিতায় পড়াশোনার মান অনেক ভাল হওয়া সত্বেও শত অপূর্ণতার মাঝে যেন ”মানুষ” হবার যুদ্ধে নেমেছে প্রায় দেড় শতাধিক এতিম শিশু। এতক্ষণে বলছিলাম নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শাহাবাজপুর মহিউদ্দিন এতিমখানা ও লিল্লাহ বোডিং এর এতিমদের কথা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৪ সালে শাহাবাজপুর মহিউদ্দিন এতিমখানা ও লিল্লাহ বোডিং এর শুভ সূচনা হয়। বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড়শত। এর মধ্যে আবাসিক ১২০জন। এখানে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, হেবজখানা, নুরানী বিষয়ে পড়াশোনা করে এতিম শিশুসহ দুস্থ্য শিশুরা। এতিমখানাটিতে পাঁকা ভবন দরকার। পুকুরঘাট বাঁধানো দরকার। এতিম খানায় ঢোকার রাস্তার প্রায় দুইশ মিটার রাস্তা কাঁদা মাটির। সামান্য বৃষ্টি হলেই এতিমখানার উঠানে (মাঠে ) বৃষ্টির পানি জমে থাকে। সেখানে মাটি ভরাট করা দরকার। কাঁদা হয়ে যাওয়ায় অসহায় শিশুরা খেলতে পারে না। এই এতিম খানায় বালিকা শাখাও আছে। কোমলমতি শিক্ষার্থীরা পুকুরে গোসল করতে গিয়ে পাঁকাঘাট না থাকায় দুর্ঘটনার শিকার হয়। পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকায় এতিমরা খাদ্য, বাসস্থান সহ অন্যান্য সুযোগ-সুবিধা চাহিদামত পায় না। মাউলী গ্রামের ইকরাম মোল্যার মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী জামিলা(৭) জানায়, আমার বাপ ৩ বছর আগে মারা গেছে। আমি ১ বছর এখানে পড়ি। পঞ্চম শ্রেণির ছাত্র মেহেদি মোল্যা জানায় ২ বছর আগে আমার বাবা মারা গেছে। এখন এখানেই থাকি খাই। আমাগে অনেক সমস্যা। খেলতে পারিনা। থাকার ঘর কাঁচা। শাহাবাজপুর মহিউদ্দিন এতিমখানা ও লিল্লাহ বোডিং এর পরিচালক হাফেজ মাওলানা মোঃ আবুল বাশার এ বিষয়ে বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে ৭৩ জন শিক্ষার্থীর খরচের টাকা পাই। অথচ আবাশিকে শিক্ষার্থী সংখ্যা ১২০জন। চরম সমস্যা ও অনাটনের মধ্যে শিক্ষার মান ঠিক রেখে শিক্ষার্থীদের নিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। এতিমদের সমস্যা সমাধানে নড়াইল-২ আসনের এমপি মহোদয়, জেলা-উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর সহ ভালমনের মানুষদের এগিয়ে আসার বিনীত আহবান জানাচ্ছি। লোহাগড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শামীম রেজা বলেন, ওই এতিম খানা পরিদর্শন করে সমস্যাগুলি শুনেছি ও দেখেছি। আমি ব্যাক্তিগতভাবে দুটি সিলিং ফ্যান দেবো। সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধির চেষ্টা করবো। সেখানে পড়াশোনার মান অনেক ভাল। এতিমদের সহযোগিতায় সকলকেই এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
কালিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত!
মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে চালক রমজান মোল্যা (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩...
বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক নেতা মনোয়ার হোসেনের জানাজা শেষে দাফন সম্পন্ন।
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মনোয়ার টেইলার্স এর মালিক মনোয়ার হোসেন দিপু গত রাত ৩ টার সময় তার নিজ বাস...
সতীঘাটা কামালপুর গ্রামের পল্লী চিকিৎসক শিশিরের মাতা পরলোকগমন
নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধ : যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামের সতীঘাটা বাজারে পল্লী চিকিৎসক...
তুলারামপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : বারি সরিষা ১৮ জাতের উৎপাদনশীল ও উৎপাদন উপলক্ষে এক মাঠ দিবস যশোর আঞ্চলিক কৃষক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ও গাজীপুর বিএআরআই গবেষণা...
অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার...