মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে নড়াইলের কৃতি সন্তান,দেশ বরেণ্য ক্রীড়া ও জাতিয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক আশিকুর রহমান মিকু নড়াইলের ৪০০ অসচ্ছল সাবেক নারী ও পুরুষ ক্রীড়াবিদদের খাদ্য সহায়তা দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়াম চত্বরে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু,জেলা ক্রীড়া সংস্থার সহভাপতি মো.ইউসুফ আলী,সহসভাপতি আইউব হোসেন খান,সহকারি সাধারণ সম্পাদক কৃঞ্চপদ দাস,জেলা স্কাউট সাধারণ সম্পাদক হায়াতু জামান, ক্রিকেট প্রশিক্ষক সৈয়দ মনজুর তৌহিদ তুহিন,হাফিজুর রহমান সাগর,দিলীপ কুমার প্রমুখ।
এর আগে আশিকুর রহমান মিকু নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটিকে একটি অক্সিজেন সিলিন্ডার,জেলা স্কাউটসকে এক হাজার মাস্ক,১০০ হ্যান্ড স্যানেটাইজার প্রদান করেনন।