নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে স্বাস্থ্য বিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে । আজ রবিবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধরু মুর্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা পক্ষ থেকে, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, নড়াইল পৌরসভা ,নড়াইল প্রেসকাব,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু , সরকারি কর্মকর্তা-কর্মচারি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মি রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।