আনিছুর রহমান :- । মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের সিংহেরখাজুরা গ্রামের শাহিনের প্রায় ১৫/১৬ টি বাঁশের মাজা পেড়ে কেটে দিয়েছে তার চাচাতো ভাই বহু অপকর্মের হোতা রহিম ও দেলদার।
জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে ঐ গ্রামের শামসুর খার দুই ছেলে শাহিন ও মোস্তাকের সাথে সুবহান খার দুই ছেলের রহিম ও দেলদারের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘকাল গোলযোগ চলে আসছে। এরিই মাঝে ২০১৩ সালে শামছুর খার মৃত্যুর পর তাদের মধ্যে শত্রুতাটি আরো বেড়ে যায়। এক পর্যায় গোলযোগের ভয়ে শামছুরের ছেলেরা বসতবাড়ি ছেড়ে প্রায় কোয়াটার মাইল দুরে সরে এসে বাড়ি করে বসবাস করতে থাকে। তার পর বসে নেই সুবহান খার ছেলে বহু অপকর্মের হোতা রহিম ও তার ভাই দেলদার। সর্বশেষ গত ১৩ আগষ্ট সন্ধার পর শাহিনের বাঁশ ঝাড় থেকে ছোট বড় প্রায় ১৫/১৬ টি বাশের মাজা পেড়ে কেটে নষ্ট করে দিয়েছে রহিম ও তার ভাই দেলদার। জানতে পেরে পরের দিন সকালে রহিমের কাছে বাঁশ কাটার বিষয় জানতে গেলে শাহিনকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায় তারা। উল্লেখ্য রহিমকে ইতি পুর্বে গাজা সহ আটক করেছিল প্রশাসন। এলাকায় ব্যপক অভিযোগ রয়েছে রহিম ও তার স্ত্রী গাজা ব্যবসা করছে। রহিম একজন পেশাদার গাজা সেবনকারী যা স্থানীয়রা জানিয়েছেন। সে ১৫/২০বছর ধরে গাজা সেবন করে আসছে বলে অনেকেই জানিয়েছে। বিষয়টি নিয়ে শাহিন বলেন, রহিমের পিতা হলেন আমার পিতার হাটানো ভাই। তিনি আরো বলেন, আমার পিতা শামছুর খার মৃত্যুর পর থেকে চাচাত ভাই রহিম ও দেলদার আমাদের দুই ভাইয়ের ক্ষতি করে চলেছে। ক্ষতি করার পর কোন কিছু বলতে গেলে তারা আমাদের মারপিটে উদ্যোত হয়। আমি বিষয়টি দেখার জন্য প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করছি।