যশোর অফিস: যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় দুইজন মারা গেছে। । যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১০ শতাংশের নিচে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ১৭ জন, কেশবপুরে ০ জন, ঝিকরগাছায় ০ জন, অভয়নগরে ৫ জন, মনিরামপুরে ০ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ৩ জন এবং চৌগাছা উপজেলায় ৩ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ৭৬৪ জন, সুস্থ হয়েছে ১৯ হাজার ৩৩২ জন। মোট করোনা পজেটিভ রোগী মারা গেছে ৪৪০ জন।
যশোর জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৬৫ জন।