মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলা সদর হাট-বাজারের ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিনত হয়েছে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উত্তর সিমানা প্রাচীরের রাস্তারপাশে ও সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশ। সাপ্তাহিক দুটি হাট ও প্রতিনিয়ত বাজারের সমস্ত ময়লা-আবর্জনা অবাধে ফেলা হচ্ছে বিদ্যালয়ের আশপাশে এবং পুকুরে। এতে যেমন দূষিত হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ, তেমনই স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী এবং তীব্র পচা দূর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। সরেজমিনে দেখা ও জানা যায়, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উত্তর সিমানা প্রাচীরের পরের এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পিছনে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। গড়ে উঠেছে ভাগাড়, দুগৃন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। বর্জ্য ফেলার পরিবেশবান্ধব কোনো পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না বা কোনো পদ্ধতি নাই। ফলে পাশেই বসবাসরত পরিবারের শত শত লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে রাস্তার পাশে গড়ে উঠা ময়লা-আবর্জনার স্তুপের দুর্গন্ধে। এ দূষণের শিকারো পথচারীরা। ফলে এলাকাবাসী, সচেতনমহল ও অভিভাবকরা হাট-বাজার স্কুল থেকে সরিয়ে নেওয়ার জন্য কতৃপক্ষেকে অনুরোধ করেছেন। জানা যায়, প্রতিদিন বাজারের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। এছাড়াও বাজারে মাছ বিক্রয়ের বর্জ্যসহ অন্যান্য প্রাণীর বর্জ্যও এখানে ফেলা হয়। এসব বর্জ্য থেকেই এই দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই পথচারীদের নাক-মুখ বন্ধ করে এ রাস্তায় চলাফেরা করতে হয়। সচেতনমহল ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রাণঘাতি করোন ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট লকডাউন এবং সরকার ঘোষিত ছুটিতে সারাদেশের ন্যায় মহম্মদপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত বন্ধ রয়েছে। বন্ধের এই সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানার লক্ষ্যে উপজেলা প্রশাসন স্থানীয় হাট ও প্রতিদিনের বাজার সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে স্থানান্তর করেন। কিন্তু এই হাট-বাজারে কোন পরিচ্ছন্ন কর্মী এবং আবর্জনা ফেলার ডাস্টবিন না থাকায় হাট-বাজরের যাবতীয় ময়লা-আবর্জনা অবাধে বিদ্যায়ের আশপাশ ও পুকুরে ফেলা হয়। ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ঠের পাশাপাশি এডিস মশা জন্মানোর শঙ্কাও রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরও হাট-বাজর এখানে আনা হয়েছিলো, পরে সরিয়ে নিয়েছিলো। এবছর আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনায় বিদ্যালয় চত্বরে হাট-বাজার আনা হয়েছে। এতে প্রতিদিন কয়েক হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই বিদ্যালয় চত্ত্বরে। আর এ কারণে বাজারের সমস্ত ময়লা-আবর্জনা পুকুর ও আশপাশে ফেলা হয়। ফলে একদিকে যেমন পুকুর ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে তীব্র পচা দূর্গন্ধ ছড়াচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন হাট-বাজার বিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করেছেন। তাই উপজেলা সদর বাজারের প্রতিদিনের ময়লা-আবর্জনা স্কুলের আশপাশে ফেলা হচ্ছে। আমি বিদ্যালয়ের সভাপতি নির্বাহী অফিসার স্যারের সাথে কথা বলেছি স্যার এই ময়লা-আবর্জনা পরিস্কার করে দেবেন বলে জানিয়েছেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কাচা বাজারের ব্যবসায়ী মোঃ আলাউল হক বলেন, আমাদের ভালোবাসার বিদ্যালয়ের আশপাশ ও পুকুরটি ডাস্টবিন পরিনত হয়েছে। তবে ব্যবসা করি তাই এখানে থাকতে হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি রামানন্দ পাল জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনায় হাট-বাজর খোলা স্থানে নেওয়া হয়েছে। সরিয়ে ফেলার নির্দেশনা এখনো আসেনি। তবে কিছুদিনের মধ্যেই বিদ্যালয় চত্বর থেকে হাট-বাজার সরিয়ে ফেলা হবে এবং আমি সরেজমিনে দেখে বর্জ্যও অপসারণের ব্যবস্থা করবো। তবে জনস্বার্থে সবাইকে অনুরোধ ময়লা-আবর্জনা যেকানে সেখানে না ফেলার জন্য।
Home
খুলনা বিভাগ মহম্মদপুরে রাস্তার পাশে হাট-বাজারের ময়লা-আবর্জনায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, দূর্গন্ধে অতিষ্ট...
কালিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত!
মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে চালক রমজান মোল্যা (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩...
বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক নেতা মনোয়ার হোসেনের জানাজা শেষে দাফন সম্পন্ন।
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মনোয়ার টেইলার্স এর মালিক মনোয়ার হোসেন দিপু গত রাত ৩ টার সময় তার নিজ বাস...
সতীঘাটা কামালপুর গ্রামের পল্লী চিকিৎসক শিশিরের মাতা পরলোকগমন
নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধ : যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামের সতীঘাটা বাজারে পল্লী চিকিৎসক...
তুলারামপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : বারি সরিষা ১৮ জাতের উৎপাদনশীল ও উৎপাদন উপলক্ষে এক মাঠ দিবস যশোর আঞ্চলিক কৃষক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ও গাজীপুর বিএআরআই গবেষণা...
অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার...