শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা :ডুমুরিয়ায় থানা পুলিশের অভিযানে চোর সিরাজুল হাওলাদার সিরাজ (২৮) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। সে ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকার লোকমান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট রাতে উপজেলার খুকড়া এলাকার জনৈক মোল্যা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি পানির পাম্প, হাড়িপাতিল সহ মালামাল চুরি করে নিয়ে যায়। এক পর্যায়ে গোপন সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজকে গ্রেফতার করে। এরপর তার তথ্য মতে পানির পাম্প পাতিলসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,এঘটনায় মামলা দায়ের পূর্বক আসামি কে জেল হাজতে পাঠানো হয়েছে।