মাসুদ রানা,মোংলাঃ “গাছ লাগান, পরিবেশ বাচাঁন” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মোংলার সেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ শে আগষ্ট) সকাল ১০ টায় মহাসিনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপন করে সংগঠনটি। এ সময় তারা ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে।
সার্ভিস বাংলাদেশ’র পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আকাশ ইসলাম’র সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন সার্ভিস বাংলাদেশ’র উপদেষ্টা আবু বকর সিদ্দিক,
সার্ভিস বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, মহাসচিব ডাঃ মোঃ মহিদুল ইসলাম মেজবা, সহ সভাপতি মোঃ আল আমীন, সিনিঃ যুগ্ম মহাসচিব মাওঃ আব্দুর রউফ, যুগ্ম মহাসচিব মাওঃ আব্দুল জব্বার, শিশু ও নারী বিষয়ক সম্পাদক কবি আফরোজা হীরা, মোঃ রমজান মল্লিক, মোঃ মিরাজ মল্লিকসহ মাদ্রাসার শিক্ষক ও কর্মচারি বৃন্দরা।