গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ঃ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের উপকূলীয় ও দণিাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষি উৎপাদনের সম্ভক্ষনা অনেক। ইতোমধ্যে আমাদের কৃষি বিজ্ঞানীরা ধান, ডাল, তরমুজ, আলু, ভূট্রা, বার্লি, সূর্যমুখী ও শাক-সবজিসহ অনেক ফসলের লবণাক্ততা সহিষ্ণু উন্নতজাত ফসল উদ্ভাক্ষন করতে সম হয়েছে। এসব জাত ও উৎপাদন প্রযুক্তি উপকূলবর্তী বিপুল এলাকার সকল চাষীদের মধ্যে দ্রুত সম্প্রসারণের জন্য কাজ চলছে। এ ল্েয রোডম্যাপ প্রণয়নের কার্যক্রম চলমান আছে। চাষিরা এসব ফসলের চাষ করলে দণিাঞ্চলের লবণাক্ত এলাকায় নতুন করে কৃষি বিপ্লব ঘটবে। এ এলাকার মানুষের মাথাপিছু আয় বাড়বে। মানুষের জীবনযাত্রা মানের কাঙ্কিত পরিবর্তন ঘটবে। রোববার সকালে চুকনগরের বরাতিয়া স্কুল মাঠে ঘেরের আইলে আগাম সিম চাষ, অফসিজন তরমুজ চাষ, সামার টমেটো চাষ সরজমিনে পরিদর্শন শেষে আয়োজিত কৃষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের প্রায় ২৫ ভাগ এলাকা হচ্ছে উপকূলীয় এলাকা। লবণাক্ততার কারণে এ এলাকায় সারা বছরে একটি ফসল হত। আমন ধান তোলার পর বছরের বাকী সময়টা মাঠের পর মাঠ জমি অলস পড়ে থাকত। এই প্রতিকূল ও বিরুপ পরিবেশে বছরে কিভাবে ২/৩বার ফসল চাষ করা যায় সে ল্য নিয়ে আমরা কাজ করে আসছি। ইতোমধ্যে অনেক সাফল্য এসেছে। এটিকে আরও সম্প্রসারিত করতে হবে। যাতে এ এলাকায় সারা বছর ধরে বিভিন্ন ফসল উৎপাদন করা যায়। সেচের পানির সমস্যা দূর করতে খুলনা, বাগেরহাটে ৬শ এর বেশি খাল খনন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বিএডিসির নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোঃ বখতিয়ার, খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মাহাবুব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, অধ্য এবিএম শফিকুল ইসলাম, সম মুস্তাাফিজুর রহমান দুলু, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়, জিএম ফারুক হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, সরদার শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন। এরপর মন্ত্রী শহীদদের স্মরণে চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১০হাজার তালগাছ রোপনের শুভ উদ্বোধণ করেন।
ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর নতুন সড়কের শুভ উদ্বোধন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর ডাঙ্গী-বাগ-উলাশী পর্যন্ত আড়াই কিলোমিটার নতুন সড়কের কাজের শুভ উদ্বোধন করেছেন ৮৬ যশোর-২ আসনের...
সুন্দরবনের শরবতখালী টহল ফাঁড়িতে দুই বাঘের গর্জন আতঙ্কে বনরক্ষীরা
কয়রা (খুলনা) প্রতিনিধি, সুন্দরবন খুলনা রেঞ্জের
শরবতখালী বনটহল ফাঁড়ি এলাকায় গত রবিবার রাতে দুটি বাঘের
গর্জনে আতঙ্কিত হয়ে পড়ে বনরক্ষীরা। একই স্থানে...
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভেজাল মধু জব্দ আটক ৩
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : তারা পাহাড়ী জনপদের অধিবাসি। চেহার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ী মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ...
রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় বেলায় গাড়িতে করে নিজ নিজ বাড়িতে...
আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহমান ও সহকারী শিক্ষক লুৎফর রহমান এর চাকুরী হতে...
যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি চৌধুরী আব্দ্ল্লুাহ আল মামুন মাদক, দুর্নীতি,...
জি এম অভি : যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার...