স্টাফ রিপোর্টার : রোটার্যাক্ট ফ্যামেলির উদ্যোগে প্রেসকাব যশোরের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এতে বক্তৃতা করেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, পিপি রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, আক্তারুজ্জামান, রোটারি কাব অব মিডসিটির সেক্রেটারি হাবিবুর রহমান, নকশিকাঁথা যশোরের সেক্রেটারি উজ্জ্বল বিশ্বাস, সাবেক ডিস্ট্রিক সেক্রেটারি আল মামুন জীবন।
অংশ নেন প্রেসকাব যশোরের নব-নির্বাচিত কমিটির সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, নূর ইসলাম, যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে তহীদ মনি, কার্য নির্বাহী সম্পাদক শহীদ জয়, ফিরোজ গাজী কাজী, আশরাফুল আজাদ। পরে সকল সদস্যদের মধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এতে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পিপি রোটার্যাক্টর জাহিদ হাসান টনি। আরও অংশ নেন আবু হুরাইরা, শাকিল হোসেন, পিয়াস বিশ্বাসসহ অন্যান্যরা।