মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মঙ্গলবার ভোরে মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল সহ ১৪ জনকে আটক করেচে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে কানাইডাঙ্গা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন ঢাকা জেলার দনি কেরানীগঞ্জ থানার নতুন শবুরজ গ্রামের মৃত সুশীল বর্মনের ছেলে পৎকোজ বর্মন(৪০),নড়াইল জেলার লোহাগড়া থানার বাড়ীভাংগা গ্রামের মৃত কাওসার বিশ্বাসের ছেলে নুর ইসলাম(৫২),একই জেলার কালিয়া থানার কালিয়া গ্রামের আজিজুর শরীফের ছেলে হাসানুর শরীফ(১৮) এবং মৃত কাছেদ কাজীর ছেলে মামুন কাজী(২৭),ফেনী জেলার সদর থানার কুলাবাড়ীয়া গ্রামের মৃত নেপাল চন্দ্র দাসের ছেলে লিটন চন্দ্র দাস(৪৭) এবং কৃষ্ণ ধন দাস(৪১),খুলনা জেলার হরিনটানা থানার গুগলাডাংগা গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার(২১), মৃত মজিদ খা’র ছেলে কালাম খা(৩১),মৃত নিছার আকনের ছেলে আব্দুর রাজ্জাক আকন(৩০),গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পিনজারি গ্রামের পুল্টু বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস(২২),কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপ নগর গ্রামের মিন্টু মন্ডলের ছেলে রাসেল মন্ডল(২৫),রাসেল মন্ডলের স্ত্রী সানজিদা খাতুন(২৩) মেয়ে আনিশা খাতুন (১০) এবং ছেলে শফিক শেখ (০৫)। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে আসাদুল ইসলাম(২৭)। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।