স্টাফ রিপোর্টার : যশোরে দুই বোতল মদসহ খালিদ হাসান ও আব্দুলা আল মামুন নামে দুই যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের স্বর্ণপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক খালিদ (২৪) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। আব্দুল্লা আল মামুন একই উপজেলার দেবদাসপুর গ্রামের বাসিন্দা।
যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট এএইচএম সাজ্জাদ হোসেন জানান, আটক দুইজন অনটেস্টের একটি মোটরসাইকেল নিয়ে শহরের স্বর্ণপট্টি এলাকা দিয়ে যাচ্ছিলেন। পুলিশ গাড়ীটি থামিয়ে তল্লাসী করার সময় তাদের কাছে দুই বোতল মদ পায় । তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।