নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরে বৃক্ষরোপন করেছে যুবলীগ। শনিবার আরবপুর ইউনিয়নে সদর উপজেলা যুবলীগের আয়োজনে এই বৃক্ষরোপন করা হয়।
যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। যার অংশ হিসেবে শনিবার বিকালে যশোর সদর উপজেলা যুবলীগ এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
মুক্তেশ^রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মীর ফিরোজ, মিজানুর রহমান সরদার, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মশিয়ার রহমান সাগর প্রমুখ।