ভ্রাম্যমান প্রতিনিধি, দেবহাটা: সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন’র নামে লিফলেট ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার বিকালে উপজেলার ঈদগাহ বাজারে ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আলফেরদৌস আলফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন সখিপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।