জসিম উদ্দিন : কিছুদিন আগে ফুটফুটে আলো নামের একটি শিশুকে হারিয়েছি এ রঙিনময় পৃথিবী থেকে। হার্টে একটি মাত্র ছিদ্র থাকায় অর্থাভাবে নিভে যায় আলোর প্রদিব। এরিমধ্যে সামনে এসেছে হুসাইন নামে আরো একটি ফুটফুটে কোমলমতি শিশু।
হার্টে দুটি ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে হুসাইন। মাত্র (৩ মাস)। বয়স চলছে তার। হার্টে দুটি ছিদ্র নিয়ে তার জীবন চলছে কঠিন দূর্বিসহের মধ্যে দিয়ে।
পিতাঃ হাসান ইমাম ও মাতাঃ রুপা খাতুনের কোল জুড়ে দুনিয়া আলোকিত করলেও গরীব পিতার সংসারে যেন হুসাইনের অন্ধকারেই বাস।
যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর রেললাইন এর পার্শ্বে(প্রাইমারি স্কুল সংলগ্ন) পিতা হাসান একটি মাছের দোকানের কর্মচারী। সে ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। যৎসামান্য আয় দিয়ে ছেলের চিকিৎসা করাতে পারছেন না তিনি।
আদরের সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তশালী মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন শিশুটির পিতা।
শিশু আলোর মতো যেন হুসাইনকে বিনা চিকিৎসায় পৃথিবী ছাড়তে না হয় এজন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য দানে বেঁচে যাবে হুসাইন।
পিতা হাসান ইমামের বিকাশ নং 01941119680