স্টাফ রিপোর্টার : যশোরে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসক মোঃ তমিজুর রহমান খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়৷ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ, ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা, র্যাবের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার নাজিউর, অানসার ও ভিডিপি জেলা কমান্ডার সনজয় কুমার সাহা, ডিজিএফঅাই প্রতিনিধি স্কোয়াড্রন লিডার তাজমিলুর, এনএসআই যুগ্ম পরিচালক কবির আহম্মদ, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন৷ সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়৷
সাম্প্রদায়িক সম্প্রীতি ও অাইন শৃঙ্খলা রক্ষায় যশোর জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে৷ এছাড়াও যশোর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেটি রোধে যশোরে সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করা হবে৷ জেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে জেলা পুলিশ, বিজিবি, র্যাব, অানসার, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে কোন পরিস্থিতি মোকাবেলা করা হবে৷ কোথাও কোন ধরণের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পূর্বেই সম্মিলিতভাবে তা নিয়ন্ত্রণ করা হবে৷ উপজেলা, ওয়ার্ড পর্যায়ে সবাই মিলে সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করবে৷