পাইকগাছা প্রতিনিধি।। পাইকগাছায় মাদকদ্রব্য বিশেষ অভিযানে সাত পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক এসআই শাহদাত হোসেন জানান, বুধবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে রাত ১টার দিকে চেকপোস্ট বসায়। এসময় পাইকগাছা থেকে কপিলমুনি অভিমুখে একটি মোটরসাইকেলে তালা উপজেলার খলিলনগর গ্রামের রেজাউল মোল্লা ছেলে মিজানুর রহমান (৩০) ও কপিলমুনি ইউপির কাজিমুছা গ্রামের মৃত ময়নুল হোসেন ছেলে আবুল বাশার হুদয় (২০) গতিরোধ করলে তারা পালানোর চেষ্টা করে। এসময় চেকপোস্টে আমিসহ এস আই আসাদ, এসআই আল-আমিন এবং এসআই মিজানুর তাদের আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে সাত পিচ ইয়াবা বের করে দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, মাদক ব্যবসায়ী,সেবনকারী ও সন্ত্রাসীদের এ থানায় স্থান নেই। হয় তারাই থাকবে নাহলে পুলিশ প্রশাষন থাকবে। সেভাবেই আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। আটককৃতরা মাদক ব্যবসায়ী। তাদেরকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।