রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় SEP (Sustainable Enterprise Project)- এর প্রকল্প পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় শিশু নিলয় ফাউন্ডেশন (এস এন এফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. মোস্তানিছুর রহমান। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, এস এন এফ এর উপ-পরিচালক মো. ইমামুল হোসেন, এস ই পি-এর প্রকল্প ব্যাবস্থাপক ফায়সাল মাহমুদ জোয়ার্দ্দার, এস এন এফ এর পরিচালক জনাব জাহাঙ্গীর আলম, ফোকাল পার্সন মাহফুজ হোসেন প্রমুখ।