মালিকুজ্জামান কাকা : যৌতুকের দাবিতে যশোরে এক গৃহবধূ মারধোর খেয়ে স্বামী গৃহ ছাড়া হয়েছেন। তিনি বর্তমানে নিজ পিতার বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। যৌতুকের দাবি পরিশোধ না করায় ঐ গৃহবধূ বর্তমানে শহরের শঙ্করপুর চোপদার পাড়ায় পিতৃবাড়িতে পতিত দশায় রয়েছেন। দরিদ্র পিতা এই সা¦ামী হারা কন্যাকে নিজ বাড়ি ফেরত এনে চরম বেকায়দায় পড়েছেন। গৃহবধূ আয়শা আক্তার উর্মী (১৯) ইকবাল হোসেনের কন্যা। তার স্বামী অভয়নগর উপজেলার ধোপাদী নতুনবাজার এলাকার রশিদ মোল্যার পুত্র জাহিদ হোসেন। ভূক্তভোগী গৃহবধূ উর্মী মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। ঘটনার বিবরনে জানা গেছে, গত ২৯/১০/২১ তারিখে জাহিদ হোসেন তার স্ত্রী আয়শা আক্তার উর্মীকে মারধোর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে জাহিদ বাড়ি থেকে বের হয়ে যায়। সে স্পষ্টত: জানিয়ে দেয় দুই লাখ টাকা মূল্যের মটর সাইকেল বা নগদ টাকা যৌতুক না দিলে এই বউ নিয়ে আর ঘর সংসার করবেনা। কন্যার কাছে খবর পেয়ে তার পিতা ইকবাল হোসেন, মা সুফিয়া বেগম, চাচী, চাচাতো ভাই সদলবলে ধোপাদী নতুন বাজার এলাকায় উর্মীর শশুরবাড়ি যায়। এরা সেখানে গেলে জাহিদ ও তার পরিবারের লোকজন সকলকে মারধোর ও রক্তাক্ত জখম করে। উর্মী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে আহত ও ব্যথিত পিতা-মাতা, চাচী চাচাতো ভাইয়ের সাথে পিতার বাড়িতে ফেরত চলে আসে। উর্মীর পিতা দরিদ্র। তার যেমন যৌতুক দেওয়ার ক্ষমতা নেই। আর সে কখনোই যৌতুক দিয়ে অপরাধ করবেনা বলে জানিয়ে দিয়েছে। এতেই সংসার স্বপ্ন শেষ উর্মীর। পিতার বাড়িতে পড়ে থাকলেও স্বামী বা তার পরিবারের কেউ তার খোজ খবর নিচ্ছেনা। উর্মী জানায়, জাহিদ হোসেনের সাথে তার এক লাখ টাকা দেনমোহরে ২০/০১/২১ তারিখে বিবাহ হয়। বিয়ের রেজিস্ট্রেশনের সময় তার শশুরবাড়ির লোকজন দুই লাখ টাকা যৌতুক দাবি করে। সে ঘটনার স্বাক্ষী রয়েছে তার পরিবারের লোকজন সহ বিয়ে বাড়ির উপস্থিত সকলেই। তখন উর্মীর পিতা যৌতুক দেবেনা জানালে তারা চুপচাপ বিয়ে করে বাড়ি চলে যায়। এরপর থেকেই জাহিদ ও তার পরিবারের লোকজন উর্মীর উপর তুচ্ছ কারনে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। বিয়ের পর থেকে তার উপর কারনে অকারনে স্বামী ও শশুরবাড়ির লোকজন নির্যাতন করতো। সে সময় উর্মী জানতো না জাহিদ বিয়ে পাগল ব্যক্তি। তার বহু বিবাহের কথা সে শশুরবাড়ী যাওয়ার পরেই জানতে পারে। ২৯ অক্টোবর সর্বশেষ ঘটনার দিনেও সে বলে দুই লাখ টাকা যে যৌতুক দেবে তাকে বিয়ে করবে। এদিন আহত হয়ে দুই দফা মার খেয়ে সে এক কাপড়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছেন। পিতার বাড়ি এসে তিনি কাপড় ও খাওয়া দাওয়াসহ সকল সঙ্কটে পড়েছেন। এমনকি তার অষুধ পত্র কেনাটাও ঠিকঠাক হচ্ছেনা। অভয়নগর থানার এএসআই তিতাস ঘটনা স্থলে তদন্তে যান। তিনি জানান, জাহিদের বাড়ি তদন্তে গিয়েছিলেন। সেসময় জাহিদ বাড়ি ছিল না। তার পিতা আব্দুর রশিদ মোল্যার সাথে কথা হয়েছে। এই পিতা জানান জাহিদ বাড়ি নেই। এরপর আশেপাশের লোকজন জানায় ২/৩ মাস পর পর জাহিদ একটি করে বিয়ে করে আবার তালাক দেয়। কোন স্ত্রীকে কিছু টাকা দেয় আবার কোন স্ত্রীকে জাহিদ এক টাকা না দিয়ে মারধোর করে তাড়িয়ে দেয়। স্থানীয়দের বর্ননা মতে জাহিদের পরিবার একটি বাজে ঘরানার কোন্দল প্রিয় পরিবার।
ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর নতুন সড়কের শুভ উদ্বোধন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা নাভারণ পুরাতন বাজার কুন্দিপুর ভায়া রঘুনাথপুর ডাঙ্গী-বাগ-উলাশী পর্যন্ত আড়াই কিলোমিটার নতুন সড়কের কাজের শুভ উদ্বোধন করেছেন ৮৬ যশোর-২ আসনের...
সুন্দরবনের শরবতখালী টহল ফাঁড়িতে দুই বাঘের গর্জন আতঙ্কে বনরক্ষীরা
কয়রা (খুলনা) প্রতিনিধি, সুন্দরবন খুলনা রেঞ্জের
শরবতখালী বনটহল ফাঁড়ি এলাকায় গত রবিবার রাতে দুটি বাঘের
গর্জনে আতঙ্কিত হয়ে পড়ে বনরক্ষীরা। একই স্থানে...
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভেজাল মধু জব্দ আটক ৩
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : তারা পাহাড়ী জনপদের অধিবাসি। চেহার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ী মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ...
রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় বেলায় গাড়িতে করে নিজ নিজ বাড়িতে...
আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহমান ও সহকারী শিক্ষক লুৎফর রহমান এর চাকুরী হতে...
যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি চৌধুরী আব্দ্ল্লুাহ আল মামুন মাদক, দুর্নীতি,...
জি এম অভি : যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার...