ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি\ বায়ার ফর বাংলাদেশ নামীয় আর্ন্তজাতিক মানসম্মত বীজ ও কীটনাশক বাজারজাত করন প্রতিষ্ঠান বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড আয়োজনে যশোরের ঝিকরগাছায় (অ্যারাইজ এ জেড-৭০০৬) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাভারন ইউনিয়নের কালিয়ানী মাঠে শতাধিক কৃষক মাঠ দিবসে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বায়র ক্রপ সায়েন্সের বিজনেস ডেভলেপমেন্ট ম্যানেজার চন্দন কুমার মিত্র। বিশেষ অতিথি ছিলেন, বায়র ক্রপ সায়েন্সের রিজিউনাল বিজনেস ম্যানেজার কৃষিবিদ সামসুল আলম, টেরিটরি অফিসার কৃষিবিদ আতিকুজ্জামান, এমডিও কৃষিবিদ আজিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড ফিল্ড অফিসার এম এ করিম রেজা, নাভার ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আউয়াল ও মফিজুর রহমানসহ বায়ার ক্রুপ সাইন্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। মাঠ দিবস অনুষ্ঠানে ’’অ্যারাইজ এ জেড-৭০০৬’’ কৃষকের ধান কেটে মাড়াইপূর্বক বাম্পার ফলনের বিষয়টি উপস্থিত কৃষকদেরকে অবহিত করা হয়েছে।
বিঘা প্রতি ২৭ মন ধান উৎপাদন হয়েছে বলে কালিয়ানী গ্রামের কৃষক আব্দুল মকিম ও বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড ফিল্ড অফিসার এম এ করিম রেজা জানিয়েছেন।