স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চলছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিমান উইংয়ের চার দিনব্যাপী স্কোয়াড্রন ক্যাম্প-২০২১। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। স্কোয়াড্রন ক্যাম্প শুরু হয় বিএনসিসির রীতি অনুযায়ী অনুষ্ঠানের প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে। এসময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত বিএনসিসি একটি সুশৃঙ্খলিত বাহিনী। দেশের দুঃসময়ে তাদের স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড প্রশংসনীয়। যবিপ্রবির ভর্তি পরীা, হেল্থ ক্যাম্পসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড সফল করতে বিএনসিসি অনেক বড় ভূমিকা রাখছে। এ বিশ্ববিদ্যালয়ে বিএনসিসিকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি। ‘গার্ড অব অনার’ অনুষ্ঠান শেষে কোভিড-১৯ প্রতিরোধে সচতেনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্য জে এম ইকবাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জহির আহমাদ, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও পিইউও ড. মো. আলম হোসেন এবং অন্যান্য পিইউওগণসহ বিএনসিসির ক্যাডেটবৃন্দ। চার দিনব্যাপী এ ক্যাম্পে প্যারেড, ফায়ারিং, অগ্নি নির্বাপন প্রশিণ, মিলিটারি দতা অর্জনের বিভিন্ন বিষয়ে প্রশিণ প্রদান করা হবে। এ ক্যাম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শতাধিক ক্যাডেট অংশ নিচ্ছেন। আগামী ৭ নভেম্বর একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পের আয়োজন শেষ হবে।
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া: কুষ্টিয়ায় মোস্তাফিজুর রহমান কর্নেল নামে একজনকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা...
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা মাদকদ্রব্য ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে সাজা
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকদ্রব্যের বিস্তার ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণসহ আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘোষণা করা...
মহেশপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতার যাবজ্জীবন কারাদন্ড
মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে সাত বছর বয়সের মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও বাড়িতে বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাের থেকেই...
দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
ভ্রাম্যমান প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা...