পাইকগাছা প্রতিনিধি ॥ অবশেষে ৩ দিন পর খুলনার পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্র আমিনুর রহমান (২০) এর লাশ কপোতাক্ষ নদের তীর থেকে পুলিশ উদ্ধার করেছে। সে শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বুধবার ভোরে ভাটার সময় নদীতে চলমান একটা নৌকা থেকে জনৈক ব্যক্তি লাশটি দেখতে পায়। তার দেয়া সংবাদে এলাকার উৎসুক জনতা কপোতাক্ষ নদের তীরে ভীড় করতে থাকে। সংবাদ পেয়ে থানাপুলিশ দ্রুত তালা থানার শাহজাতপুর খেয়াঘাটে কপোতাক্ষ নদের তীরে পৌছে লাশটি ভাসতে দেখে। পুলিশ ও স্থানীয় জনতা আমিনুরের লাশ নদী থেকে উদ্ধার করে থানা আনে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য, গত রোববার রাত ৯ টায় আগড়ঘাটা বাজার থেকে কৌশলে আমিনুরকে কপোতাক্ষ নদের তীরে নিয়ে যায় ফয়সাল। সেখানে কোমল পানীয়ের সাথে ২০টি ঘুমের বড়ি মিশিয়ে তাকে খেতে দেয়। কিছুক্ষণ পর আমিনুর অচেতন হলে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। রাত সাড়ে ১০ টার দিকে নিহতের মোবাইল দিয়ে আমিনুরের বাবার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে ফয়সাল। সে অনুযায়ী সোমবার টাকা নিয়ে চলে যাওয়ার সময় জনতা ফয়সালকে ধরে পুলিশে দেয়। ধৃত আসামী গদাইপুর গ্রামের জিল্লার রহমান সরদারের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে মুক্তিপণ ও খুনের কথা স্বীকার করেছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ফয়সাল পুলিশকে জানিয়েছে দামী মটর সাইকেল না কিনলে তার সাথে প্রেমিকা সম্পর্ক রাখবে না। প্রেমিকার আবদার রক্ষা করতে সে আমিনুরের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। বন্ধুত্বের সম্পর্কের বয়স মাত্র ৬ দিন। এরপর এ ঘটনা ঘটায় বলে সে পুলিশকে তথ্য দিয়েছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, তার জবানবন্দি অনুযায়ী লাশ উদ্ধারের চেষ্টা করা হয়। যেখানে আমিনুরকে খুন করা হয়েছে তার কয়েকশ গজ দুরে ৩দিন পর লাশ পাওয়া গেছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া: কুষ্টিয়ায় মোস্তাফিজুর রহমান কর্নেল নামে একজনকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা...
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা মাদকদ্রব্য ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে সাজা
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকদ্রব্যের বিস্তার ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণসহ আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘোষণা করা...
মহেশপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতার যাবজ্জীবন কারাদন্ড
মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে সাত বছর বয়সের মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও বাড়িতে বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাের থেকেই...
দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
ভ্রাম্যমান প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা...