খাজুরা (যশোর) প্রতিনিধি : জঙ্গিবাদের অভিশাপ থেকে দুরে থাকতে শিক্ষার্থীদের আহবান জানিয়ে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেছেন, ‘শুধু শিক্ষা অর্জন করলে হবেনা, সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত জাতিই পারে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে।’ বুধবার (১০ নভেম্বর) সদর উপজেলার রহেলাপুর দাখিল মাদরাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এদিন বেলা ১২টায় মাদরাসা চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র ম্যানেজার ও মাদরাসার সভাপতি আবু মুসা মধু। বিশেষ অতিথি ছিলেন লেবুতলা ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মিলন ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান শহিদ।
সহকারি শিক্ষক ফরিদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাও. কোরবান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সুপার আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার, দাখিল পরীক্ষার্থী আনোয়ার হোসেন, লিজা খাতুন, সোহানা আক্তার প্রমুখ। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক আলমগীর হোসেন। অনুষ্ঠান শেষে ৩৩ জন দাখিল পরীক্ষার্থীর হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুল। এর আগে মাদরাসার সভাপতি আবু মুসা মধুকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
Home
যশোর স্পেশাল রহেলাপুর মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা/ কেবল শিক্ষা অর্জন নয়, সুশিক্ষিত হতে...