ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্যা (৪০) মারা গেছেন। বুধবার রাত আনুমানিক ১টার দিকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য গত ৭জানুয়ারী খুলনায় যাওয়ার সময় জিলেডাঙ্গা নামকস্থানে গেলে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে আজিজ শেখ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সিদ্দিক মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।