পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লতা ইউনিয়নের বি,জি,পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ে ভূমিজ ফাউন্ডেশনের প থেকে ছাত্র ছাত্রীদের মাঝে করোনা প্রতিরোধ মাক্স বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে ১০ টায় বিদ্যালয় ভবনে লতা ইউনিয়ন চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস প্রধান অতিথি হিসাবে এর বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক বাসুদেব চক্রবর্তী, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, শিক সুধাংশু মন্ডল,মদন মোহন মন্ডল,অরিন্দম মন্ডল,বিপ্লব সরকার,লিপিকা সরকার, আবুল হোসেন, রীতা বৈদ্য, ভূমিজ ফাউন্ডেশনের মাঠ সংগঠক, অর্জুন বিশ্বাস, তারেক সরকার, অত্র ইউনিয়নের অন্ত্যজ সহ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ছাত্রলীগ নেতা দীপায়ন বিশ্বাস ও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।