জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শার আওয়ালী বিলে পানি নিস্কাসনের রাস্তায় ঘের কাটার কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রুদ্রপুর ও গোগা গ্রামের ৫শতাধিক চাষী ক্ষতির মুখে পড়েছে।
নিম্নচাপের কারনে ইরি ধানের জমিতে পানি জমে ধান কাটার অনুকুল পরিবেশ নষ্ট হয়ে গেছে। বুধবার দুপুরে শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপ সহকারী কৃষি অফিসার আনিছুর রহমান ও পুলিশের সাব ইন্সপেক্টর আলহাজ্ব ঘটনাস্থল পরিদর্শন করে ঘের মালিকদের পানি সরানোর ব্যাবস্থা করার নির্দেশ দিয়েছেন।
কায়বা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার আনিছুর রহমান বলেন, আওয়ালী বিলের পানি নিস্কাসনের মুখে ৩ ব্যাক্তি ঘের কাটার কারনে বিলের পানি নামতে পারছেনা। এতে গোগা ও রুদ্রপুর গ্রামের ৫ শতাধিক চাষী এ দুর্যোগ কালীন সময়ে জমির পাকা ধান কাটতে পারছেন না।
জমিতে পানি জমে থাকায় তারা এবার বিচুলি দিতেও পারবেন না। তিনি বলেন চাষীদের সুবিধার্থে ঘের মালিকদের পানি সরানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। কথা না মানলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।